জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: চট্টগ্রাম টেস্টের প্রথম চারদিন বোঝা যায়নি কে জিতছে এই ম্যাচে? দুই দলের দিকেই হেলে ছিল ম্যাচ। তবে পঞ্চমদিনের সকালের প্রথম ২১ বলেই বাংলাদেশের দুই উইকেট তুলে নিয়ে ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।
এই ম্যাচের এত এত রূপ বদলানোর ভেতরের কারিগর পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু! তার হাতেই তৈরি হয়েছে এই উইকেট।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তাই মুশফিকুর রহিম ভূয়সী প্রশংসাই করলেন বাবুর, ‘অবশ্যই বাবু ভাই অনেক ভালো উইকেট বানিয়েছেন। একদম আমাদের প্ল্যানিং মতো উইকেট হয়েছে। তাই ওনাকে ধন্যবাদ। ’
এরপর অবশ্য আফসোস নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘এরকম উইকেটে আগে আরও কিছু ম্যাচ খেলতে পারলে আমরা এই টেস্টে ভালোভাবে মানিয়ে নিতে পারতাম খুব সহজেই। কারণ আমাদের এরকম উইকেটে সবসময় খেলা হয় না। ’
উইকেটের প্রশংসা করে মুশফিক আরও বলেন, ‘উইকেটে খুব টার্ন ছিল। যার কারণে আমার বোলাররা তাদের পরিকল্পনা মতো বোলিং করে খুব দ্রুত উইকেট তুলে নিতে পেরেছে। ’
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম