ঢাকা: দীর্ঘ ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ দল। জেগেছিল জয়ের আশাও।
ইংলিশদের বিপক্ষে টাইগারদের প্প্রতিদ্বন্দ্বিতা দেখে খুশি সবাই। বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেটভক্ত, দেশি-বিদেশি গণমাধ্যম। তবে এ প্রশংসায় গা ভাসাচ্ছে না বাংলাদেশ দল।
বুধবার (২৬ অক্টোবর) মিরপুরে অনুশীলনের ফাঁকে এমনটাই জানালেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল, ‘সবাই এখন মিডিয়া কিংবা মানুষ বলছে আমরা খুব ভালো খেলেছি। আজ আমরা টিমের সবাই আলাপ করলাম, এতটুকুতেই যদি আমরা খুশি হয়ে যাই তাহলে উন্নতি করতে পারবো না। আসলে সবাই কষ্ট পেয়েছি যে হেরে গেছি। সবাই বলছে আমরা খুব ভালো খেলেছি। এটা নিয়ে যদি আমরা চিন্তা করে আগাই তাহলে আমার মনে হয় না খুব ভালো নজির হবে। আমরা একটা ম্যাচ হেরেছি তার বাজে অনুভূতি আমাদের মধ্যে আছে। দিন শেষে হার তো হারই। ’
চট্টগ্রাম টেস্টে ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ দলে অনেক ইতিবাচক দিক ছিল। যা পরবর্তী টেস্টে অনুপ্রেরণা দেবে বলে মনে করেন তামিম। প্রথম ম্যাচে যেমন জয়ের জন্য খেলেছিল বাংলাদেশ দল পরের ম্যাচের লক্ষ্যটা একইরকম থাকবে বলে জানান তিনি, ‘কিছু ইতিবাচক জিনিশ তো অবশ্যই ছিল যে আমরা পাঁচ দিন প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা যখন খেলতে নামবো যতটুকুই পারি চেষ্টা করবো ম্যাচটা জেতার। টেস্টে আমাদের রেকর্ড অন্যরকম না যে বলতে পারবো ম্যাচটা জিতবো। এটুকু বলতে পারি ১১টা প্লেয়ারই নামবে জেতার জন্য। পারি বা না পারি সেটা পরের বিষয় পরবর্তী ম্যাচে এই প্ল্যানই থাকবে। প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত আমাদের কাজগুলো ঠিকভাবে করবো। অবশ্যই জেতার জন্য খেলবো। যদি না পারি তাহলে ড্র’য়ের চিন্তা আসবে। ’
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস