ঢাকা: আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর। নতুন আসর উপলক্ষে ‘উইন অর উইন’ এই স্লোগানকে সঙ্গী করে উন্মোচিত হল বিপিএল’র বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর স্থানীয় একটি হোটেলে আলো ঝলমলে পরিবেশে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, চেয়ারপারসন নাফিসা কামাল, ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ দলের অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন, সংগীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মহবুব আনাম, সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, পরিচালক শেখ সোহেল, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ও টাইগারর অলরউন্ডার সাকিব আল হাসান।
অনুষ্ঠানে আ হ ম মুস্তফা কামাল বলেন, কুমিল্লা শুধু কমিল্লারই নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় দল। এটি এমন একটি প্লাটফর্ম যেখান থেকে এদেশের ক্রিকেট আরও বিকশিত হবে।
দলটির চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, বিপিএলে এসেই শিরোপা জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য অনক বড় অর্জন। তবে এর চেয়েও বড় জয় এ দেশের অগণিত মানুষের ভালোবাসা অর্জন। গেলবারের ধারাবাহিকতা ধরে রেখে বিপিএলের এবারের আসরেও ভিক্টোরিয়ান্সরা শিরোপা জিতবে বলে আমি আশা করি।
৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের চতুর্থ আসরের মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড:
দেশি: মাশরাফি বিন র্মুতজা (অধি), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ আল আমিন, নাজমুল হাসান শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাঈফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসিম উদ্দীন, সৈকত আলী, রাসেল আল মামুন।
বিদেশি: নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, খালদি লতিফ, শাহজীব হাসান, জেসন হোল্ডার, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম ও আসহার জাইদি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এইচএল/এমজেএফ/