মিরপুর থেকে: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এক পেসার নিয়ে খেলতে নামবে বাংলাদেশ দল। প্রথম টেস্টের একাদশে থাকা পেসার কামরুল ইসলাম রাব্বি পেস আক্রমণে বাংলাদেশ দলের একমাত্র প্রতিনিধি।
অন্যদিকে ইংলিশ শিবিরে এসেছে দুটি পরিবর্তন। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্যাপ পড়েছেন জাফর আনসারি। অফস্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় খেলছেন এ বাঁহাতি বাঁহাতি স্পিনার।
পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে দেয়ায় একাদশে ঢুকেছেন আরেক পেসার স্টিফেন ফিন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২২ রানে জয় এনে দিতে অবদান রাখেন ব্যাটি। অন্যদিকে শততম টেস্ট ম্যাচের অপেক্ষায় ছিলেন ব্রড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।
ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলি, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জাফর আনসারি, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিফেন ফিন।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি