মিরপুর থেকে: বাংলাদেশের বিপক্ষে ইংলিশ বোলার বেন স্টোকস যেভাবে বল করেছেন তাতে তাকে ‘কৃপণ’ না বলে উপায় নেই? কেন জানেন? প্রথম ইনিংসে স্টোকস বল করেছেন ১১ ওভার যেখানে ১.১৮ গড়ে রান দিয়েছেন মাত্র ১৩টি।
এখানেই থেমে থাকেননি এই ডানহাতি পেসার, থলিতে পুড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের দুটি গুরুত্বপূর্ণ উইকেটও।
শুক্রবার (২৮ অক্টোবর) মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে ইংল্যান্ডের হয়ে এদিন বাংলাদেশর বিপক্ষে বল করেছেন দলের তিন পেসার স্টিভেন ফিন, ক্রিস ওকস ও বেন স্টোকস। আর স্পিন বিভাগ সামলেছেন মঈন আলী, জাফর আনসারি ও আদিল রশিদ।
আর এই ছয় ইংলিশ বোলারের মধ্যে বলের ওপর সব চাইতে বেশি নিয়ন্ত্রণ ছিল স্টোকসেরই। তার ৬৬ বলের মধ্যে ৫৭টিই ছিল ডট, আর চার দিয়েছেন মাত্র ১টি।
যেখানে ৯ ওভার শেষে ক্রিস ওকসের গড় ৩.৩৩, ৮ ওভারে ফিনের গড় ৩.৭৫, ১৯.৫ ওভারে পাঁচ উইকেট নেয়া মইন আলীর ২.৮৭, ৬ ওভারে জাফর আনসারির ৬ ও ১০ ওভারে আদেল রশিদের ৪.৪০।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস