ঢাকা: ‘টাইগাররা যেভাবে খেলছে দ্বিতীয় টেস্টে জেতা থেকে আমাদের কেউ ঠেকাতে পারবে না! এই ম্যাচ জিতে প্রথম ম্যাচের দুঃখ ভুলতে চাই। আমার বিশ্বাস বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করবে’।
বাংলাদেশ বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখতে এসে কথাগুলো বলেন টাইগার ভক্ত মিহির কবির।
শনিবার (২৯ অক্টোবর) মিরপুর ২ নম্বর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে স্থাপিত বুথ থেকে সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হয়। সকাল থেকে টিকিটের জন্য ছিল লাইন। কিছুক্ষণ অপেক্ষা করলেই মিলেছে টিকিট।
তাপস নামে আরেক দর্শক জানান, টেস্ট ক্রিকেটে সাধারণত এতো ভিড় হয় না। তবে টাইগাররা ভালো খেলায় টিকিটের চাপ বেড়েছে।
এদিকে, বাংলাদেশ দল ভালো খেলায় কালোবাজারিদেরও দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। তাদের কেউকে দ্বিগুণ দামে টিকিট বিক্রি করতে দেখা গেছে। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নজর নেই।
শুক্রবার (২৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমসি/আইএ