ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষেও হোয়াইটওয়াশ চান গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষেও হোয়াইটওয়াশ চান গাঙ্গুলি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করা ইংল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কাই দেখছেন ‘প্রিন্স অব কলকাতা’।

রাজকোটে আগামী ৯ অক্টোবর প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। বাকি চার ম্যাচ শুরু যথাক্রমে ১৭, ২৬ নভেম্বর, ৮, ১৬ ডিসেম্বর। টেস্ট শেষে রয়েছে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

গাঙ্গুলির প্রত্যাশা, টেস্টে নিউজিল্যান্ডের  পর ইংলিশদের বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখবে টিম ইন্ডিয়া। সম্প্রতি তিন ম্যাচের সিরিজে (৩-০) কিউইদের ধবলধোলাইয়ের (হোয়াইটওয়াশ) লজ্জায় ডোবান বিরাট কোহলিরা।

এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘ভারত চমৎকার ক্রিকেট খেলছে। আমি আরেকটি হোয়াইটওয়াশের প্রত্যাশা করছি যেমনটা নিউজিল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে। ইংল্যান্ডের চিন্তিত হওয়া উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।