ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠ থেকে হাসপাতালে, সিরিজ শেষ স্টেইনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
মাঠ থেকে হাসপাতালে, সিরিজ শেষ স্টেইনের ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাসপাতালে যেতে হয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনকে। কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ফলে, অজিদের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোও আর খেলা হচ্ছে না তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে কাঁধে চোট পান দক্ষিণ আফ্রিকার তারকা এই পেসার। এরপর আর বল করতে পারেননি তিনি। ফিজিওর সঙ্গে মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরলে স্টেইনকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।

দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানান, স্টেইনের এমআরআই করানো হয়েছে। রিপোর্ট খুব একটা ভালো নয়। তাকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হচ্ছে। সেখানে একজন কাঁধ বিশেষজ্ঞকে দেখানোর পর তার পরামর্শ অনুযায়ী আমরা অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেব।
 
সকালে মাঠে নেমে স্টেইন ফেরান ৯৭ রান করা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ব্যক্তিগত ১৩তম ওভারের চতুর্থ বলটি করার পর ডান কাঁধ চেপে ধরে বসে পড়েন স্টেইন। দলের ফিজিও ব্রেন্ডন জ্যাকসনের সিদ্ধান্তে তিনি মাঠ থেকে বের হয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।