ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে সাকিব-তামিমরা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে। শুক্রবার সপরিবারে সেখানে গিয়েছিলেন এই দুই তারকা ক্রিকেটার।

নাতির জন্মদিনে প্রধানমন্ত্রী তামিম ও সাকিবকে আমন্ত্রণ জানান। সেখানে দুই তারকা ক্রিকেটারের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

সাকিবের কন্যা আলায়না হাসান অউব্রে ও তামিমের পুত্র আরহাম ইকবালকে কোলে নিয়ে আদর করেন প্রধানমন্ত্রী।

গণভবনে কাটানো সময়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমন্ত্রণ পাওয়াটা খুবই আনন্দের ছিল এবং আলায়না প্রধানমন্ত্রীর সঙ্গ খুবই উপভোগ করেছে। খুবই ভালো সময় কেটেছে। আলহামদুলিল্লাহ। ’

অন্যদিকে তামিম ইকবালের স্ত্রী আয়শা সিদ্দিকা ইকবাল ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এটা খুবই সম্মানের। তার নাতির জন্মদিনের অনুষ্ঠানে খুবই ভালো সময় কেটেছে। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।