ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাকআপ খেলোয়াড় থাকায় নির্ভার সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ব্যাকআপ খেলোয়াড় থাকায় নির্ভার সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিপিএলের চতুর্থ আসরে কাগজে-কলমে সেরা দলের একটি ঢাকা ডায়নামাইটস। দলটিতে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের সংখ্যা অন্যান্য দলের তুলনায় বেশি।

দলটির অধিনায়ক সাকিব আল হাসান আছেন তাই স্বস্তিতে।  

সেরা কম্বিনেশনের সঙ্গে দলের ব্যাপআপ খেলোয়াড় ভালো থাকায় আরও বেশি নির্ভার থাকছেন ঢাকার এ অধিনায়ক। সোমবার (০৭ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে দলীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব।  

ব্যাপআপ খেলোয়াড় প্রসঙ্গে এ অলরাউন্ডার বলেন, ‘আমাদের ব্যাকআপ খেলোয়াড় ভালোই আছে। যারাই আমাদের দলে আছে সবাই ম্যাচ খেলার মতো। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কারা প্রথমে খেলবে। যদি কেউ ইনজুরিতে পড়ে তখন কাকে দিয়ে সে জায়গাটা পূরণ করাবো। আমার কাছে মনে হয় না কোনো বিদেশি খেলোয়াড়েরও ইনজুরি আছে। বিদেশি কেউ ইনজুরিতে পড়লেও আমাদের সে রকম ব্যাকআপ খেলোয়াড় আছে। ’

গতবার রংপুরের দলে খেলেছিলেন সাকিব। দল নিয়ে নির্ভার থাকলেও সাকিবের চিন্তায় মাঠে ভালো খেলা, ‘গত বছর সবাই বলেছিল, রংপুর সব থেকে ভালো টিম। আসলে ভালো টিম সেটাই, যারা মাঠে ভালো খেলবে। এটাই আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের অবশ্যই ভালো টিম আছে, কম্বিনেশনও ভালো হয়েছে। এখন মাঠে পারফর্ম করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ’

বৈরী আবহাওয়ার কারণে বিরতি পড়েছে বিপিএলে। ০৪ ও ০৫ নভেম্বরের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর ০৮ নভেম্বর থেকে নতুন সূচিতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল থেকে তাই নতুন করে শুরু হচ্ছে বিপিএল আসর।  

বিপিএল পিছিয়ে যাওয়ায় মন্দের ভালো দেখছেন সাকিব, ‘আমাদের টিমের জন্য এটা ভালো হয়েছে। কারণ আমরা বাড়তি প্র্যাকটিস করার সুযোগ পেলাম। সবার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমার মনে হয় দলটাকে এক সাথে করার জন্য বিরতিটা খুবই ভালো কাজে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।