ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালানে অভিভূত মুশফিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
মালানে অভিভূত মুশফিক ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের কথা। জয়ের জন্য তখন দলটির প্রয়োজন আরও ৩৪ রান, ওভার প্রতি রান রেট বেড়ে দাঁড়িয়েছে ১১’র উপরে। উইকেটে ছিলেন শাহরিয়ার নাফিস ও ডেভিড মালান। ঠিক তখনই দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট হাতে তাণ্ডব চালালেন বরিশালের ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।

মিরপুর থেকে: বরিশালের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের কথা। জয়ের জন্য তখন দলটির প্রয়োজন আরও ৩৪ রান, ওভার প্রতি রান রেট বেড়ে দাঁড়িয়েছে ১১’র উপরে।

উইকেটে ছিলেন শাহরিয়ার নাফিস ও ডেভিড মালান। ঠিক তখনই দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট হাতে তাণ্ডব চালালেন বরিশালের ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।  

চিটাগংয়ের ক্যারিবীয় বোলার ডোয়াইন স্মিথের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলটি মাঠের উপর দিয়ে ফেলে দিলেন সীমানার বাইরে। আর তার এই ঝড়ো ব্যাটিং ও নাফিসের দুই সিঙ্গেলসে এই ওভারে মোট ২০ রানের সমৃদ্ধ এক সংগ্রহ পেল মুশফিকরা,  রান রেটও নেমে এলো ঠিক সাতের ঘরে। আর তাতেই বিপিএলে এবারের আসরে নিজেদের তৃতীয় জয়ের খুব কাছে চলে আসে বরিশাল বুলস।

যদিও এর পরের ওভারেই ব্যক্তিগত ৬৫ রানে ড্রেসিং রুমে ফেরেন নাফিস। পরের বলেই থিসারা পেরেরা আউট হলেও চতুর্থ উইকেটে মুশফিককে সাথে নিয়ে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন ৭৮ রানে অপরাজিত থাকা ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।

মালানের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে রীতিমত অভিভূত দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ‘আমরা কখনও ভাবিনি যে এক ওভারে তিনটা ছয় হবে বা এরকম কোন অবস্থা হবে। কারণ যখন দুইটা সেট ব্যাটসম্যান থাকে তখন সবসময়ই আমরা চেষ্টা করি শেষ পাঁচ ওভারে যেন আট বা সাড়ে আটের বেশি রান না যায়। ’

‘দুইটা সেট ব্যাটসম্যান যখন থাকে তখন তাদের চেষ্টা থাকে যাতে করে স্কোরিং রেটটি ওই লেভেলে থাকে। কিন্তু আমার বিশ্বাস ছিল সেট ব্যাটসম্যান যে কাজটা করতে পারবে একজন নতুন ব্যাটসম্যানের জন্য সেই কাজটি কঠিন। তবে আমরা জানতাম যে ওদের একজন পার্টটাইম বোলার আসবে, হয় এলিয়ট অথবা স্মিথ। ওদের টার্গেট করে ওইটা যদি ১২-১৫ রানের ওভার হয় তাহলে আমাদের রান ছয় বা সাতে চলে আসবে। অবশেষে সেটা হয়েছে এবং মালান অসাধারণ একটি ইনিংস খেলেছে। ’-যোগ করেন মুশফিক।
 
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মালানের ব্যাটিং নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিক।
 
এদিন, চিটাগং ভাইকিংসের বিপক্ষে বল হাতে খুব বেশি প্রাধান্য বিস্তার করতে পারেননি বরিশালের বোলাররা।  মাত্র ৩ উইকেটে চিটাগং সংগ্রহ করেছে ১৬৩ রান। ৭৫ রানের (৫১ বল) ঝড়ো ইনিংস উপহার দেন তামিম ইকবাল।

দলের হয়ে তিনটি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি ও আল আমিন হোসেন। ব্যক্তিগত ৭৫ রানে তামিমকে আউট করেছেন রাব্বি, ৩৬ রানে জহুরুল ইসলামকে ফিরিয়েছেন আবু হায়দার রনি ও ব্যক্তিগত ১৭ রানে ডোয়াইন স্মিথকে ক্রিজ ছাড়া করেছেন আল আমিন হোসেন।

আর এই তিন বোলারের মধ্যে রাব্বিই ছিলেন সবচে’ বেশি হিসেবি। কেননা ৪ ওভার বল করে তিনি ২১ রানের খরচায় তুলে নিয়েছেন ১টি উইকেট। যেখানে সমান সংখ্যক ওভারে রনি দিয়েছেন ৩১ ও আল আমিন দিয়েছেন ৩৫ রান। তাই সংবাদ সম্মেলনে রাব্বির বলের ভূয়সী প্রশংসা করেন মুশফিক, ‘রাব্বি আজকে প্রথম ম্যাচ খেলেও অসাধারণ বল করেছে। আল আমিনও ভালো করেছে, রনি গত দুই ম্যাচে ভালো করেছে। ’

তবে দলের ফিল্ডিংয়ে একটু সমস্যা হচ্ছে জানিয়ে চিটাগং পর্ব দিয়ে তা কাটিয়ে উঠতে পারবে বলেও বিশ্বাস করেন মুশফিক।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।