ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থ অজিদের দলপতি হতাশ, লজ্জিত আর বিব্রত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ব্যর্থ অজিদের দলপতি হতাশ, লজ্জিত আর বিব্রত ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ৮৫ আর দ্বিতীয় ইনিংসে ১৬১, ফলাফল ইনিংস ও ৮০ রানের লজ্জাজনক পরাজয়। তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ভঙ্গুর অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারী দক্ষিণ আফ্রিকার এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজ জয়।

ঢাকা: প্রথম ইনিংসে ৮৫ আর দ্বিতীয় ইনিংসে ১৬১, ফলাফল ইনিংস ও ৮০ রানের লজ্জাজনক পরাজয়। তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ভঙ্গুর অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারী দক্ষিণ আফ্রিকার এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজ জয়।

৩২৬ রান করেছিল প্রোটিয়ারা। পার্থে ১৭৭ রানের বিরাট হারের পর হোবার্টে এমন ব্যাটিং ধস অজি ব্যাটসম্যানদের ব্যর্থতার সঙ্গে তাদের মান নিয়েও প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে।

টেস্ট ইতিহাস বলছে ১২৮ বছর পর সাদা পোশাকে এমন ব্যাটিং ধসে পড়ে অজিরা। ১৮৮৮ সালে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে ৪২ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে কলেছিল ৮২ রান। দুই ইনিংসে ইংল্যান্ডের রান ছিল ১১৩ ও ১৩৭।

ম্যাচ শেষে বিব্রত অজি দলপতি স্টিভেন স্মিথ জানান, ‘সত্যি বলছি, আমি একজন অধিনায়ক হিসেবে এই চেয়ারে আপনাদের সামনে বসে থাকতে বিব্রত বোধ করছি। টানা পাঁচ টেস্টে হারা অস্ট্রেলীয় ক্রিকেট দলের জন্য এটা চরম লজ্জার এক ব্যাপার। ’

দ্বিতীয় টেস্টে নিজেদের মাটিতে অজিরা প্রথম ইনিংসে খেলেছে ৩২.৫ ওভার। আর দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটসম্যানরা ক্রিজে ছিলেন ৬০.১ ওভার। বলের হিসেবে গোটা ম্যাচে খেলেছে খেলতে পেরেছে মাত্র ৫৫৮ বল। গত ৮৮ বছরে দেশের মাটিতে কোনো টেস্টে এত কম বল খেলেনি অস্ট্রেলিয়া। সবশেষ ১৯২৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে স্বাগতিকরা খেলেছিল ৪৫৭ বল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বসে স্মিথ জানান, ‘আমরা খুব বেশি সময় দ্রুত উইকেট হারিয়েছি। আজ ৩২ রানে শেষ ৮ উইকেট হারিয়েছি। আরেকদিন ৮৫ রানেই সব উইকেট হারিয়েছি। আর আপনি কখনো এই দল নিয়ে টেস্টে জয়ের আশা করতে পারেননা। এই সময়ে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। এ মুহূর্তে এটা ভালো লক্ষণ না। ’

এই টেস্টে দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই অজিদের ১৬ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এমনটি হয়েছিল আর একবারই। ১৯১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিরেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০-তে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারানো হতাশায় ডোবা স্মিথ জানান, ‘আমি খুবই হতাশ। আমি দলে সেসব ক্রিকেটার চাই, যারা ঘুরে দাঁড়িয়ে লড়াই করার মানসিকতা রাখে। আমি চাই আমার সতীর্থরা সবাই লড়াই করতে জানবে। আর সবচেয়ে বড় কথা দেশের হয়ে খেলতে পেরে এবং ব্যাগি গ্রিন ক্যাপটি পরে মাঠে নামতে পেরে নিজেকে মেলে ধরবে। ’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।