ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং ‍অর্ডার বদলেই লড়াইয়ের পুঁজি কুমিল্লার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ব্যাটিং ‍অর্ডার বদলেই লড়াইয়ের পুঁজি কুমিল্লার ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএলে এবার অনেকটাই দিশেহারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাসের ক্রমাগত ব্যর্থতায় ব্যাটিংয়ে অর্ডারে পরিবর্তন অবসম্ভাবী ছিল।

ঢাকা: টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএলে এবার অনেকটাই দিশেহারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাসের ক্রমাগত ব্যর্থতায় ব্যাটিংয়ে অর্ডারে পরিবর্তন অবসম্ভাবী ছিল।

রাজশাহী কিংসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে শুধু ওপেনিং নয় আরও কয়েকটি পজিশনে আসে পরিবর্তন। আগের ম্যাচগুলোতে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা নাজমুল হাসান শান্ত উঠে আসেন ওপেনিংয়ে। এ বাঁহাতির সঙ্গী হন পাকিস্তানি ক্রিকেটার খালিদ লতিফ। নাজমুল হাসান ৪১ রানের ইনিংস খেলে দেন দৃঢ়তার পরিচয়।

ওপেনিং থেকে চার নম্বরে নেমে আসেন ইমরুল। তাতে সফলও এ বাঁহাতি। খেলেছেন ২৫ বলে ৩৪ রানের ইনিংস। আজ পাঁচে ব্যাটিং করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ বলে ১০ রান করে আউট হন এ ব্যাটসম্যান। সুপার ফ্লপ লিটন দাসকে নিয়ে যাওয়া হয় টেলএন্ডারে। পাঁচ উইকেটের বেশি না পড়ায় ব্যাট হাতে নামতে পারেননি লিটন।

শেষ দিকে রায়ান টেন ডেসকাটের ১৫ বলে ২১  ও সোহেল তানভিরের ১৫ বলে ১৫ রানের ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে কুমিল্লা। এবারের বিপিএলে আগে ব্যাট করে এটিই কুমিল্লার সর্বোচ্চ স্কোর।

যদিও কুমিল্লার ইনিংসটা আরও বড় হতে পারতো। শেষ ২৯ বলে ডেসকাট-তানভির জুটি অবিচ্ছিন্ন থেকে যোগ করেন মাত্র ৪১ রান। তারপরও ব্যাটসম্যানদের উপর এবার সন্তুষ্ট থাকতে পারেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেড়শ প্লাস স্কোরে অন্তত লড়াইটা তো চলে!  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।