ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনকে ছাড়িয়ে যেতে চান মুগ্ধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
তাসকিনকে ছাড়িয়ে যেতে চান মুগ্ধ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের ক্রিকেটে স্পিনারদের দাপটই ছিল বেশি। ভরসার মূলে থাকতেন স্পিনাররা। কিন্তু, সময় বদলেছে। বাংলাদেশ হয়ে উঠছে পেস নির্ভর দল। ওয়ানডে ফরম্যাটে হরহামেশাই চার পেসার নিয়ে খেলতে নেমে পড়ে মাশরাফি বিন মর্তুজার দল।

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে স্পিনারদের দাপটই ছিল বেশি। ভরসার মূলে থাকতেন স্পিনাররা।

কিন্তু, সময় বদলেছে। বাংলাদেশ হয়ে উঠছে পেস নির্ভর দল। ওয়ানডে ফরম্যাটে হরহামেশাই চার পেসার নিয়ে খেলতে নেমে পড়ে মাশরাফি বিন মর্তুজার দল।
 
মাশরাফি-রুবেলদের সঙ্গে আক্রমণে থাকেন তাসকিন-মোস্তাফিজের মতো তরুণরা। বাংলাদেশ দলে পেসারদের এমন দাপট অনুপ্রাণিত করছে ভবিষ্যত তরুণদের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ অনুপ্রাণিত হচ্ছেন জাতীয় দলে পেসারদের দাপট দেখে।   
 
বড়রা ভালো করায় ভবিষ্যতে জাতীয় দলে এসে যে আরও ভালো করতে হবে সেই মাইন্ডসেটও রাখছেন এ তরুণ, ‘এখন পেস বোলাররা আগের চেয়ে অনেক ভালো করছে। এটা আমাদের মতো তরুণদের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে উৎসাহ যোগায়। স্বপ্ন আছে জাতীয় দলে খেলার। বড়রা এখন যেহেতু ভালো করছে আমাদের তো আরও ভালো করতেই হবে। ’  
 
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারকে আইডল মেনে  এগিয়ে যাচ্ছেন মুগ্ধ। দেশের মধ্যে গতিতে তাসকিন আহমেদকে ছাড়িয়ে যেতে চান এ তরুণ, ‘শোয়েব আখতারকে ফলো করি। খুব ছোট থেকে ওনার বোলিং দেখতাম। ওনার মতো পেসার হতে পারবো কিনা জানি না তবে স্বপ্ন আছে তাসকিন ভাইয়ের থেকেও বড় কিছু হবো। এখন ১৩৩ গতি উঠছে। গতি বাড়াতে আরও চেষ্টা করবো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যদি খেলতে পারি গতি ১৪০ এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ’
 
ডিসেম্বরে এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ অ-১৯ দল। দলের সঙ্গে মিরপুরের একাডেমি মাঠে কঠোর অনুশীলন করে যাচ্ছেন মুগ্ধ। দলের জন্য ভালো বোলিং করে যাওয়াই লক্ষ্য তার, ‘অনুশীলনে স্পট বোলিং ও গতি নিয়ে কাজ করছি। আমার লক্ষ্য টিমের জন্য খেলার। ভালো কিছু করবো। প্রতিপক্ষ কী রকম জানি না। শ্রীলঙ্কায় পেসাররা নাকি সুবিধা পায়। আমার জন্য তাহলে প্লাস পয়েন্ট হবে। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো এশিংয়া কাপে ভালো করার। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।