চট্টগ্রাম: চলতি বিপিএলে ঢাকা ডাইনামাইটস দু’বারই মুখোমুখি হয়েছে রাজশাহী কিংসের। দু’বারই একজনের কাছে হেরে গেছে সাকিবের ঢাকা।
আরও একটা উল্লেখযোগ্য বিষয়-চলতি বিপিএলে রাজশাহী কিংস জিতেছেও এই দুই ম্যাচ। এ থেকে বুঝাই যাচ্ছে দলে কতটা প্যাটেল নির্ভরতা ।
ম্যাচ শেষে তাই প্রতিপক্ষ ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানের মুখে ঝরলো সামিত প্যাটেল স্তুতি।
সাকিব আল হাসান জানান, ‘আমরা রাজশাহী কিংসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি। দুটো ম্যাচেই একজনের কাছে হেরে গেলাম। বলতে গেলে আমরা ১১ জন মিলে একজনের সঙ্গে পারলাম না। ’
সাকিব আল হাসানের মুখে প্রশংসা ঝরেছে মুমিনুল হকের ব্যাটিং নিয়েও। তিনি বলেন, ‘মুমিনুল হক অসাধারণ ব্যাটিং করেছে। আর সামিত প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে পুরো ম্যাচটাই আমাদের কাছ থেকে নিয়ে যায়। ’
১৮২ রানের ‘বড়’ স্কোর তোলার পরেও ম্যাচে হার। সাকিব তাই সরাসরি বলে দিলেন, ‘আমরা ভালো খেলিনি। প্ল্যান অনুযায়ী খেলতে পারিনি। ’
আটজন বোলারকে বোলিং করিয়েছেন। তবুও হলো না জেতা। এতজন বোলারকে বোলিং করানোর ব্যাপারে সাকিব জানান, ‘আমি আরও একজনকে বোলিং করাতে পারিনি। সবাই খুব ভালো বোলার। কিন্তু প্ল্যান অনুযায়ী খেলতে না পারায় ম্যাচটা জিততে পারিনি। ’
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি