ঢাকা: টি-টোয়েন্টির ফেরিওয়ালা শহিদ আফ্রিদি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলেছেন বিশ্বের প্রায় সব দেশে গিয়েই। আন্তজার্তিক ম্যাচের বাইরে এরই মধ্যে খেলেছেন ২২৯ ম্যাচ।
মঙ্গলবার (২২ নভেম্বর) টি-টোয়েন্টিতে আড়াইশ উইকেট শিকারের কীর্তি গড়লেন এ স্পিনার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ক্যারিয়ারের ২৩০তম ম্যাচে মাহমুদুল্লাহকে সাজঘরে পাঠিয়ে নিজের ২৫০তম শিকার বানান। এর আগে আরও সাত বোলার টি-টোয়েন্টিতে আড়াইশ কিংবা তার বেশি উইকেট পকেটে পুড়েছেন। ২৪৭ উইকেট নিয়ে আফ্রিদির পরই রয়েছেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট ওয়েস্ট ইন্ডিজের পেসার ডোয়াইন ব্রাভো’র। ৩৩৪ ম্যাচ এ ক্যারিবীয়ানের উইকেট ৩৫৩টি।
২০০৪ সালে কাউন্টি দল কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় শহিদ আফ্রিদির। এ ১২ বছরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে খেলেছেন ২২৯ ম্যাচ।
সেরা বোলিং ৭ রানে পাঁচ উইকেট। আইপিএলে ডেকান চার্জাস, বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস, পিএসএলে পেশোয়ার জালমি, কাউন্টিতে নর্দাম্পটনশায়ার, সিপিএলে সেন্ট কিটসের হয়ে খেলেন টি-টোয়েন্টির এই ফেরিওয়ালা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৬
এসকে/এমআরপি