ঢাকা: সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ হলেও সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে। দীর্ঘদিন পর আবারো সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষায় ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার।
ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাটলারের টেস্ট একাদশে ফেরাটা এক প্রকার নিশ্চিতই বলা চলে! যদিও এ ফরমেটে বাদ পড়ার পর মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। তবে তার সাম্প্রতিক ফর্ম ও দক্ষতা বিবেচনায় নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্ট। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই তাকে ফেরানো হচ্ছে।
মোহালি টেস্টে বাদ পড়তে পারেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান বেন ডাকেট। প্রথম দুই টেস্টের তিন ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ১৮ রান। স্কোয়াডে অতিরিক্ত ব্যাটসম্যান মাত্র দু’জন। ১৫টি টেস্ট খেলা বাটলারের সঙ্গে আছেন গ্যারি ব্যালান্স। যিনি বাংলাদেশ সফরের পর মূল একাদশ থেকে বাদ পড়েন।
আগামী ২৬ নভেম্বর (শনিবার) তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। মোহালিতে বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হবে। পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। রাজকোট টেস্ট ড্রয়ের পর বিশাখাপত্তমে ২৪৬ রানের বড় জয় তুলে নেন বিরাট কোহলিরা।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমআরএম