ঢাকা: বল বিকৃতির (টেম্পারিং) অভিযোগে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে বেশ বড় অঙ্কের জরিমানাই গুনতে হলো। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি এক বিবৃতিতে জানায়, ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করা হয়েছে ডু প্লেসিসকে।
পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। তবে ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কিন্তু, আইসিসি’র এমন শাস্তি মেনে নিতে পারছেন না প্রোটিয়া দলনেতা।
মাঠে ডু প্লেসিসের বল টেম্পারিংয়ের ঘটনাটি আম্পায়ারদের দৃষ্টিতে আসেনি। ফলে, টেলিভিশন ফুটেজ দেখে তাকে জরিমানা করা হয়। আম্পায়ারদের দেওয়া প্রমাণ ও এমসিসির ক্রিকেট প্রধান জন স্টিভেনসনের দেওয়া মতামতের উপর ভিত্তি করে এই শাস্তি দেওয়া হয়।
হোবার্ট টেস্টের (১২-১৫ নভেম্বর) চতুর্থ দিন মুখে থাকা চুইংগামের লালা দিয়ে বল ঘষেছিলেন ডু প্লেসিস। আইসিসির নিয়মানুযায়ী, কৃত্রিম কোনো বস্তু ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা যাবে না। তবে, ডু প্লেসিসের এই ঘটনা আইসিসির আচরণবিধির লেভেল-২ ভঙ্গের আওতায় পড়ে।
ডু প্লেসিসের ভাষ্য, ‘গতকালের শুনানি শেষে আমাকে দোষী করা হয়। তবে এর সঙ্গে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করছি। আমি মনে করি, আমি কিছুই ভুল করিনি। এখানে দুটি ব্যাপার দেখতে হবে, বল টেম্পারিং না বল শাইনিং। যদি বলা হয় টেম্পারিং করা হয়েছে, তবে আমি বলবো ভুল, আমি বল হাতে নেই ও ঘষি। ’
এদিকে এমন ঘটনার পর সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমর্থন পেয়েছেন ডু প্লেসিস। এমনকি অজি দলনেতা স্টিভেন স্মিথ বলেন, ‘বলকে শাইন করার জন্য এমন পদ্ধতিই ব্যবহার করা হয়। ’ আর ডু প্লেসিস বলেন, ‘সাবেক ক্রিকেটাররা এ নিয়ে অনেক কথা বলেছে, এটা খেলারই একটা অংশ। ’
ডু প্লেসিসের সঙ্গে যখন এমন আচরণ করা হয়েছে, ক্রিকেট বিশ্ব তখন ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলির কথাও বলছে। তারা বলকে শাইনিং করার জন্য একই উপায় অবলম্বন করেছে। ইতোমধ্যে কোহলির একটি টিভি ফুটেজও পাওয়া গেছে। এ ব্যাপারে ডু প্লেসিসের অভিমত, ‘আমি বলতে চাই সবার সঙ্গেই একই আচরণ করা হোক। আইসিসি আমাকে আসলে বলির পাঁঠা বানিয়েছে। ’
আগামীকাল (২৪ নভেম্বর) অ্যাডিলেডে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। প্রথম দুই টেস্ট জিতে দক্ষিণ অাফ্রিকা ইতোমধ্যে ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে। পার্থে ১৭৭ ও হোবার্টে অজিদের ইনিংস ও ৮০ রানে হারের লজ্জায় ডোবায় প্রোটিয়ারা।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এমএমএস