ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে ছয় দলের অংশগ্রহনে নারীদের এশিয়া কাপ। এ আসরে অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ দলের নতুন এ অধিনায়ক মনে করেন প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিতে পারলে ফাইনালে ওঠা সহজ হবে। এমনকি আসতে পারে শিরোপাও।
ব্যাংকক রওয়ানা হওয়ার আগে বুধবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হলে রুমানা বলেন, ‘আমরা অনেক ইমপ্রুভ করেছি। মূল লক্ষ্য ভারতকে হারানো। আমরা যদি ভারতের সঙ্গে ভালো করতে পারি ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত যেতে পারবো। মিরাকেল কিছু ঘটতে পারে। আমাদের টিম ঘুরে দাঁড়াতে পারে। ওখানে দুর্বল টিমই নেই। সব টিমই স্ট্রং এবং আমি নিজেদেরও খুব স্ট্রং ভাবছি। ’
বাংলাদেশ দল বোলিংয়ে ভালো হলেও অতীতে দেখা গেছে শুধু ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচ হারতে। এ জন্য এবার অনুশীলনে ব্যাটিংয়ে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং নিয়ে পর্যাপ্ত অনুশীলন করতে পারায় এ বিভাগেও বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদী রুমানা, ‘ব্যাটিংয়ের উপর বিশেষভাবে জোর দিয়েছি। দলের ৬-৭জন ব্যাটসম্যান যারা ভালো ফর্মে আছে। ফর্ম ধরে রাখতে পারলে আমি আশাবাদী ব্যাটিংয়েও আমাদের টিম অনেক ভালো করবে। আগে বোলিং ডিপার্টমেন্টে আমাদের টিম শক্তিশালী থাকলেও এবার ব্যাটিং নিয়ে আমি আশাবাদী। ’
অধিনায়ক হওয়ার পরই রুমানার সামনে এশিয়া কাপের মতো বড় আসর। তবে বিচলিত নন এ ক্রিকেটার, ‘আমি খুব আনন্দিত প্রথমবার বাংলাদেশ দলের অধিনায়ক হতে পেরে। বড় একটা ইভেন্ট এশিয়া কাপের জন্য যাচ্ছি। আমি চিন্তিত না। আমি আমার টিম নিয়ে আত্মবিশ্বাসী। এবার অনুশীলন খুব ভালো হয়েছে। আশা করি ভালো কিছু করতে পারবো। ’
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস