মিরপুর থেকে: মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করা মুশফিকুর রহিমের বরিশাল বুলস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১১৯ রান। রংপুরকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে হলে এই স্কোর টপকে যেতে হবে টাইটানসকে।
বরিশালের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন জীভান মেন্ডিস এবং ডেভিড মালান। দলীয় ১৮ রানের মাথায় মালানের বিদায়ে প্রথম উইকেট হারায় বরিশাল। ইনিংসের চতুর্থ ওভারে পাকিস্তান পেসার জুনায়েদ খানের বলে নিকোলাস পুরানের তালুবন্দি হন ১০ বলে ৭ রান করা মালান। ইনিংসের পঞ্চম ওভারে বিদায় নেন আরেক ওপেনার মেন্ডিস। শফিউলের বলে জুনায়েদের তালুবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৪ রান। দলীয় ২৪ রানের মাথায় দুই উইকেট হারায় বরিশাল।
এরপর জুটি গড়েন শাহরিয়ার নাফিস এবং মুশফিক। এই জুটি থেকে আসে ৪২ রান। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে মোশাররফ রুবেল ফিরিয়ে দেন নাফিসকে। এলবির ফাঁদে পড়ে বিদায়ের আগে ২৭ বলে তিন বাউন্ডারিতে ২৩ রান করেন নাফিস। দলীয় ৬৬ রানের মাথায় বরিশালের তৃতীয় উইকেটের পতন ঘটে। দ্রুত বিদায় নেন নাদিফ চৌধুরি। রান আউট হয়ে ফেরেন ১ রান করা নাদিফ। তার বিদায়ে চতুর্থ উইকেটের পতন ঘটে বরিশালের।
ইনিংসের ১৫তম ওভারে থিসারা পেরেরা আর মুশফিকের মাঝে ভুল বুঝাবুঝিতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন বরিশালের দলপতি। মুশফিক বিদায় নেওয়ার আগে করেন ৩১ রান। তার ২৬ বলের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারির মার।
থিসারা পেরেরা ১৯ বলে অপরাজিত ১৭ রান করেন। এনামুল হক ২০ বলে একটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ২০ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় চলমান বিপিএলের ২৬তম ম্যাচে মাঠের লড়াইয়ে নামে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালের দলপতি মুশফিকুর রহিম।
এ ম্যাচের ফলাফলের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে খুলনা। ৭ ম্যাচ খেলে দলটির সংগ্রহ ১০ পয়েন্ট। ৫ জয় আর ২ পরাজয়ে থাকা খুলনার সামনে থাকছে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ। ৭ ম্যাচ খেলা রংপুর ১০ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে অবস্থান করছে। বরিশালের বিপক্ষে জিততে পারলেই মাহমুদুল্লাহ রিয়াদের দল শীর্ষে উঠবে।
অপরদিকে, ভালো অবস্থানে নেই বরিশাল। মুশফিকের দলটি চট্টগ্রাম পর্বে জয়ের দেখা পায়নি। টেবিলের ছয়ে থাকা দলটির সংগ্রহ ৬ পয়েন্ট। খুলনার বিপক্ষে ম্যাচ জিততে মরিয়া বরিশাল। তাতে, টেবিলের উপরের দিকে ওঠার সুযোগও থাকছে বরিশালের।
আগের ম্যাচে রাজশাহী কিংসের ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের চ্যালেঞ্জ টপকাতে পারেনি শীর্ষে থাকা রংপুর রাইডার্স। বিপিএলের ২৫তম ম্যাচে ড্যারেন স্যামি-সাব্বির রহমান-মেহেদি হাসান মিরাজদের রাজশাহীর বিপক্ষে ১২ রানে হেরেছে সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুন-নাঈম ইসলামের রংপুর। টস হেরে ব্যাট করা রাজশাহী কিংস শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬২ রান। ব্যাট হাতে ঝড় তোলেন রাজশাহীর দলপতি ক্যারিবীয়ান তারকা ড্যারেন স্যামি। রংপুরের মোহাম্মদ মিঠুন অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকলেও ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৫০ রানে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এমআরপি