মিরপুর থেকে: এবারের বিপিএলে সাকিবের কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই! এ কথা কেউ বিশ্বাস করবেন? বিশ্বাস করুণ আর নাই করুণ এটাই সত্যি। বল হাতে টুর্নামেন্ট শেষে সেরা উইকেট শিকারি কিংবা সেরা রান সংগ্রাহক হওয়ার কোন ইচ্ছাই নাকি তার এবারের বিপিএলে নেই।
কিন্তু যেটা আছে সেটা আরও দারুণ। দলকে চ্যাম্পিয়ন করা। নিজ দল ঢাকা ডানামাইটসকে এবারের বিপিএলে চ্যাম্পিয়ন করাই তার একমাত্র লক্ষ্যে পরিণত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজ লক্ষ্য সম্পর্কে এমনটিই বললেন এই ঢাকা অধিনায়ক।
‘লক্ষ্য এক এক সময় এক এক রকম থাকে। এ বছর লক্ষ্য একটাই-ফাইনাল খেলা। আর পারলে চ্যাম্পিয়ন হওয়া, এছাড়া আর কোনো টার্গেট নেই। যেহেতু একটা ট্রফি জেতার সম্ভাবনা আছে সেহেতু চেষ্টা থাকবে ওটা জেতা। বিপিএল চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনো টার্গেট নেই। আমাদের দলে অনেক ভাল প্লেয়ার আছে, তারা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে আমাদের হারানো কঠিন। ’
এদিকে এবারের বিপিএলে ব্যাট ও বল দুই বিভাগেই দেশি প্লেয়ারদের দাপট লক্ষ্য কর করা যাচ্ছে। ব্যাট হাতে ৮ ম্যাচ শেষে ২৬৭ রান নিয়ে সেরা রান সংগ্রহক বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। সমান সংখ্যক ম্যাচে ১৪ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারি হিসেবে আছেন খুলনা টাইটানস পেসার শফিউল ইসলাম।
বিপিএলের অন্য আসরে বিদেশি প্লেয়ারদের প্রাধান্য থাকলেও দেশি প্লেয়ারদের পারফরম্যান্সে সেটা দেখাই যাচ্ছে না। আর এই বিষয়টি বেশ আলোড়িত করেছে সাকিব আল হাসানকে।
‘সর্বোচ্চ রান থেকে শুরু করে উইকেট শিকারি সবইতো দেশি। এটা খুবই ভাল লক্ষণ এ কারণেই এবারের বিপিএলটা এত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। সব দেশি প্লেয়াররাই ভাল করছে। ’
বিপিএলের প্রথম দুই আসরের টুর্নামেন্ট সেরা সাকিব ব্যাট হাতে এবার এই পর্যন্ত ৮ ম্যাচ খেলে করছেন ১৩৪ রান। সমান সংখ্যক ম্যাচে তার উইকেট সংখ্যা ৬টি।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস