ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেয়ারস্টো পথ দেখালেন ইংল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
বেয়ারস্টো পথ দেখালেন ইংল্যান্ডকে ছবি:সংগৃহীত

মোহালি টেস্টে বিপাকে পড়া ইংল্যান্ডকে উদ্ধার করলেন জনি বেয়ারস্টো। দলের প্রত্যেকে যখন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত তখন দারুণ ব্যাটিং করে এগিয়ে দেন তিনি। তবে ব্যক্তিগত ৮৯ রানে তিনি আউট হলে দিন শেষে আট উইকেট হারিয়ে ২৬৮ রান করতে পারে ইংলিশরা।

ঢাকা: মোহালি টেস্টে বিপাকে পড়া ইংল্যান্ডকে উদ্ধার করলেন জনি বেয়ারস্টো। দলের প্রত্যেকে যখন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত তখন দারুণ ব্যাটিং করে এগিয়ে দেন তিনি।

তবে ব্যক্তিগত ৮৯ রানে তিনি আউট হলে দিন শেষে আট উইকেট হারিয়ে ২৬৮ রান করতে পারে ইংলিশরা।

সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে বেশ চাপে রাখে স্বাগতিক ভারত। দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফলকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন জস বাটলার।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট পান উমেষ যাদব, জয়ন্ত জাদব ও রবিন্দ্র জাদেজা। আর একটি উইকেট পান মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।