ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাহজাদের নিষেধাজ্ঞা বেড়ে দুই ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
শাহজাদের নিষেধাজ্ঞা বেড়ে দুই ম্যাচ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করে বিপিএলে সরাসরি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া মোহাম্মদ শাহজাদের নামের পাশে যোগ হয়েছে চার ডিমেরিট পয়েন্ট। ধারা ৭.৫ অনুযায়ী কোনো খেলোয়াড়ের নামের পাশে চার ডিমেরিট পয়েন্ট যোগ হলে তাকে কমপক্ষে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। 

ঢাকা: সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করে বিপিএলে সরাসরি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া মোহাম্মদ শাহজাদের নামের পাশে যোগ হয়েছে চার ডিমেরিট পয়েন্ট। ধারা ৭.৫ অনুযায়ী কোনো খেলোয়াড়ের নামের পাশে চার ডিমেরিট পয়েন্ট যোগ হলে তাকে কমপক্ষে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়।

 

নিয়ম অনুযায়ী রংপুর রাইডার্সের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না শাহজাদ। এছাড়া ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিসিবি।

মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে সাব্বিরকে। এছাড়া আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে রংপুরের আরেক বিদেশি ক্রিকেটার লিয়াম ডসনকে।

এছাড়া গত ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তিরস্কার করা হয়েছে বরিশাল বুলসের ক্যারিবীয়ান অলরাউন্ডার রায়াদ এমরিতকে।

২.১.৫ ধারা ভঙ্গ করায় লেভেল ১ মাত্রায় তাকে অপরাধী বিবেচনা করা হয়।

** এক ম্যাচ নিষিদ্ধ শাহজাদ, সাব্বিরের জরিমানা
** শাহজাদকে মিস করবেন ‘ছক্কা’ নাঈম

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।