ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকদের স্বস্তির জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
মুশফিকদের স্বস্তির জয় ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল বুলস সব শেষ জয়ের দেখা পেয়েছিল গেল ১৩ নভেম্বর, বিপিএলে ঢাকার প্রথম পর্বে। চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছিল মুশফিকুর রহিমের বরিশাল বুলস।

মিরপুর থেকে: বরিশাল বুলস সব শেষ জয়ের দেখা পেয়েছিল গেল ১৩ নভেম্বর, বিপিএলে ঢাকার প্রথম পর্বে। চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছিল মুশফিকুর রহিমের বরিশাল বুলস।

ছন্দপতন হয় উড়তে থাকা দলটির। হেরে বসে টানা ছয়টি ম্যাচ। এই ছয় হারে বিপিএলে শেষ চার বলতে এক অর্থে শেষই হয়ে গেছে দলটির।

টানা ছয়টি ম্যাচ হারের পর বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহী কিংসের বিপক্ষে জয়ের দেখা পায় বরিশাল। আর দীর্ঘ সময় সময় পরে জয়ের দেখা পেয়ে বরিশাল শিবিরে স্বস্তি ফিরেছে বলে জানালেন দলপতি মুশফিকুর রহিম, ‘স্বস্তিতো অবশ্যই। কারণ আজকে টসেও বলেছি বরিশালের অনেক ফ্যান আছে, তাদের জন্য হলেও জয় প্রয়োজন। তাছাড়া বিপিএলে শেষ চারে যাওয়ার মতো একটি দলও আমরা ছিলাম, এটা প্রমাণ করার অনেক কিছুই ছিল। আমাদের দলের কিছু প্লেয়াররা ভালো করছিল। কিন্তু দল হিসেবে আমরা খেলতে পারছিলাম না। আজকে ভালো করতে পেরেছি। সেদিক থেকে বলবো ভালো লাগছে। বাকি একটা ম্যাচ আছে। শেষটা যেন ভালো দিয়েই শেষ করতে পারি সেদিকেই আপাতত তাকিয়ে আছি। ’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের জয়ের পরে এভাবেই স্বস্তি প্রকাশ করেন এই বরিশাল দলপতি।

এদিকে বিপিএলের এবারের আসরের শুরু থেকেই দলের টপঅর্ডারের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসকে ভিন্ন ভিন্ন অর্ডারে ব্যাটিং করতে করতে দেখা গেছে। নিজেদের প্রথম ম্যাচে তিনি ব্যাটিং করেছিলেন ৫ নম্বরে, পরের ম্যাচেও তাই। এরপর টানা ছয় ম্যাচ তাকে তিনে দেখা গেলেও পরেরটিতে দেখা গেছে ওপেনিং করতে । আবার বৃহস্পতিবারের ম্যাচে তাকে দেখা গেছে ৫ নম্বরে ব্যাটিং করতে।

কেন নাফিসের ব্যাটিং অর্ডারে এমন পরিবর্তন আসছে? উত্তরে মুশফিক জানান, ‘টি-টিায়েন্টি ফরমেটে আপনাকে নমনীয় হতেই হবে। নাফিস ভাই অনেক ভালো টাচে আছেন। কিন্তু শুরুটা তিনি যেভাবে করেছিলেন শেষ কয়েকটা ম্যাচে সেটা খেলতে পারেননি। এই জন্যই তাকে নিচে নিয়ে আসা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তিনি যত দেরিতে যাবেন, তার জন্য ব্যাট চালানো তত ফ্রি থাকবে এবং পূর্ণ শক্তি নিয়েই খেলতে পারবে। তবে পরের ম্যাচে যদি সুযোগ থাকে নাফিস ভাইকে ওপরে খেলাতে চেষ্টা করবো। ’

০৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে  বরিশাল বুলস। ১১ ম্যাচ শেষে  চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে মুশফিকের বরিশাল বুলস।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, ১ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।