ঢাকা: এশিয়া কাপ মিশন শেষ করে সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসরে অংশ নেয় এশিয়ার ছয়টি দেশ।
ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে থাইল্যান্ডে যাওয়া বাংলাদেশ পাঁচ ম্যাচের মধ্যে জয় পায় কেবল থাইল্যান্ড ও নেপালের বিপক্ষে। বড় তিন প্রতিপক্ষের (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা) কাছে বড় ব্যবধানে হার মানে রুমানা আহমেদের দল।
প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হোঁচট খায় বাংলাদেশ। ৬৪ রানের বড় ব্যবধানে হারে রুমানা-জাহানারা-সালমারা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে ৯২ রানে উড়িয়ে দিয়ে ফাইনাল খেলার স্বপ্ন জাগায় টাইগ্রেসরা।
কিন্তু শেষ দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেলে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
দেশে ফিরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ জানান, এবার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি শুরু করবে তার দল।
আগামী বছরের ৭-২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ১০ দলের অংশগ্রহণে বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি