ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশকে হারানো শ্রীলঙ্কার জন্য কঠিন হবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
‘বাংলাদেশকে হারানো শ্রীলঙ্কার জন্য কঠিন হবে’ ছবি: শোয়েব মিথুন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী মার্চে পূর্নাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা মনে করেন শ্রীলঙ্কার জন্য সিরিজটা কঠিন হবে।

মিরপুর থেকে: আগামী মার্চে পূর্নাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা মনে করেন শ্রীলঙ্কার জন্য সিরিজটা কঠিন হবে।


 
বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করে সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার বলেন, ‘অনেক নতুন প্লেয়ার উঠে এসেছে। এটা বাংলাদশের ক্রিকেটর জন্য খুবই ভালো। মার্চে টাফ ট্যুর হবে। বাংলাদেশকে হারানো শ্রীলঙ্কার জন্য কঠিন হবে। এখন পেস বোলিং ইউনিট খুবই শক্তিশালী। স্পিনে বরাবরই ভালো। তবে ফিটনেসে একটু ঘাটতি রয়েছে গেছে। বিপিএলে অনেক তরুণ ক্রিকেটারদের দেখেছি। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার মতো অনেক কিছুই এখানে দেখেছি। ’
 
ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে আসা সাঙ্গাকারা ফাইনালে ৩৬ রানের ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিতে ভূমিকা রাখেন। ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ফ্র্যাঞ্চাইজি মালিক-খেলোয়াড় থেকে শুরু করে সবার অবদানের কথা তুলে ধরেন, ‘বিপিএলে চ্যাম্পয়ন হওয়াটা অনেক বড় অর্জন। এজন্য অধিনায়ক, খেলোয়াড়, ম্যানেজম্যান্ট এমনকি আমাদের ছোট ছোট কাজে যারা সহায়তা করেন তারাও সাফল্যে ভূমিকা রেখেছেন। সুন্দর পরিবেশ ভালো ক্রিকেট খেলা জন্য সহায়ক ছিল। ’

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।