ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুন্সীগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
মুন্সীগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সিরাজদিখান উপজেলাকে ৪ উইকেটে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সিরাজদিখান উপজেলাকে ৪ উইকেটে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ও উপজেলার ছয়টি দল নিয়ে ৫ ডিসেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষ হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফজলে আজিম, মীরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

আটদিন ধরে চলা এ টুর্নামেন্টের প্রতিটি খেলা মীরকাদিম পৌরসভার গ্রিন ওয়েলফেয়ার সেন্টার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

বিজয়ী দলের খেলোয়াড় হিমেল ম্যান অব দ্যা সিরিজ ও সবুজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।