ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

প্রথম বিভাগ নারী ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
প্রথম বিভাগ নারী ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন প্রথম বিভাগ নারী ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথম বিভাগ নারী ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন হয়েছে। রোববার (০১ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দলবদল অনুষ্ঠিত হয়।

আগামী ৭ জানুয়ারি গুলশান ইয়ুথ ক্লাব মাঠ ও সিটি ক্লাব মাঠে শুরু হবে প্রথম বিভাগের খেলা। এবারের আসরে যোগ হয়েছে নতুন দুটি দল কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ও সাইনিং ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম।

প্রথম বিভাগ নারী ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক বছর বিরতি দিয়ে প্রথম বিভাগে ফিরেছে আনসার ও ভিডিপি। মোট ১৩টি ক্লাব অংশ নিচ্ছে এবারের আসরে।

লিগে অংশ নেওয়া দলগুলো হলো: দিপালী যুব সংঘ, আজাদ স্পোর্টিং ক্লাব, শ্রীপুর উইমেন্স ক্রিকেট দল, সিটি ক্লাব, কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি,  ইস্ট অ্যান্ড স্পোর্টিং ক্লাব, ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি, মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব (উইমেন্স টিম), বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রিকেট টিম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিম, সরকারি শিশু পরিবার ও সাইনিং ক্রিকেট একাডেমি চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।