ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

শেষ রাউন্ডে অবনমনের শঙ্কায় ঢাকা মেট্রো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
শেষ রাউন্ডে অবনমনের শঙ্কায় ঢাকা মেট্রো শেষ রাউন্ডে অবনমনের শঙ্কায় ঢাকা মেট্রো/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা নিয়ে মঙ্গলবার (০৩ জানুয়ারি) জাতীয় লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডে মাঠে নামছে ঢাকা মেট্রো। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা বিভাগ। 

টানা দ্বিতীয়বারের মতো জাতীয় লিগের শিরোপা জেতার হাতছানি খুলনার সামনে। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিভাগের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৭।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম স্তরের অপর ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিভাগ খেলবে বরিশাল বিভাগের বিপক্ষে। জাতীয় লিগের শিরোপার লড়াই হবে প্রথম স্তরের দল খুলনা ও ঢাকার মধ্যে।  

৪৪ পয়েন্ট নিয়ে শিরোপার অন্যতম দাবিদার খুলনা। ঢাকার পয়েন্ট ৩৭।  

প্রথম স্তরের চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে বরিশাল। তাদের সাথে মেট্রোর পয়েন্ট ব্যবধান ৬। অবনমন এড়াতে হলে বরিশালকে পেছনে ফেলতে হবে মেট্রোর। পঞ্চম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে মেট্রো ৮ পয়েন্ট তুলেছিল। বরিশাল তুলেছিল ৬ পয়েন্ট।

.

মেট্রোর কোচ মিজানুর রহমান বাবুল মনে করেন, অবনমন এড়াতে হলে শেষ রাউন্ডে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে তার দলের, ‘দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। আসলে লিগে আমরা বাজে ক্রিকেট খেলেছি। তবে সবশেষ ম্যাচে আমরা বরিশালের চেয়ে ২ পয়েন্ট বেশি তুলেছি। বরিশাল আমাদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। লক্ষ্য থাকবে যত দ্রুত ৬ পয়েন্ট তুলে নেওয়া যায়। বাকিটা দেখা যাক। ’

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের শীর্ষ দুই দল রংপুর-রাজশাহী মুখোমুখি হবে। এ দুটি দলের মধ্য থেকেই একটি দল পরের আসরে উঠে আসবে প্রথম স্তরে।  

পয়েন্ট টেবিলে খুব কাছাকাছি অবস্থান দল দুটির। ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রংপুর। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী।

দ্বিতীয় স্তরের অপর ম্যাচে ২৭ পয়েন্ট পাওয়া চট্টগ্রামের বিপক্ষে লড়বে ২৫ পয়েন্ট পাওয়া সিলেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চার ভেন্যুতেই খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।