ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বের তিন সেঞ্চুরিতে আট উইকেটে ৫৩৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে অজিরা। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।
চাপ সামলে উইকেটে থিতু হয়ে স্টার্ক-হ্যাজেলউডদের মোকাবেলা করে আর কোনো বিপদ ঘটতে দেননি আজহার ও ইউনিস। দু’জনই অর্ধশতক পূরণ করেছেন। আজহার ৫৮ ও ইউনিস ৬৪ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন।
এর আগে তিন উইকেটে ৩৬৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন রেনশ ও হ্যান্ডসকম্ব। ক্যারিয়ারের চতুর্থ টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হ্যান্ডসকম্ব (১১০)। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে ইমরান খানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ২০ বছর বয়সী রেনশ।
ওয়াহাব রিয়াজ ৩টি, ইমরান ও আজহার আলী দু’টি করে আর বাকি উইকেটটি নেন ইয়াসির শাহ।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৭
এমআরএম