ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনুমিত সময়েই ফিরছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
অনুমিত সময়েই ফিরছেন মুশফিক মুশফিকুর রহিম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলা হয়নি এই টাইগার ব্যাটসম্যানের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও তাকে স্কোয়াডে রাখা হয়নি। তবে, টেস্ট দলের নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছেন মুশফিক।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়েই মুশফিক মাঠে ফিরছেন, এমনটাই আশা করছেন টাইগার প্রেমীরা। আগামী ১২ জানুয়ারি প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা।

চোট কাটিয়ে তিন দিন হলো অনুশীলনে ফিরেছেন মুশফিক। মিডলঅর্ডার এই তারকা ব্যাটসম্যান লাল বলে অনুশীলন করেছেন। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালেও দলের সঙ্গে অনুশীলন মাঠে উপস্থিত হয়েছেন। কোচ চন্ডিকা হাথুরুসিংয়ের সঙ্গেও দল নিয়ে আলোচনা করেছেন।

আপাতত হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে অধিনায়কের থেকে যাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। প্রায় ৮০ শতাংশ ফিট হয়েই গেছেন মুশফিক।

মুশফিকের হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে ফেরার সময় বেধে দেওয়া হয়েছিল প্রায় দুই সপ্তাহ। অনুমিত সময়েই ফিরছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।