অভিজ্ঞ টেইলরের পরিবর্তে টি-২০’তে চার নম্বরে ব্যাটিং করেন অভিষেক হওয়া টম ব্রুস।
ক্ষোভের সুরে টেইলর জানান, ‘টি-২০ দলে না থাকতে পেরে আমি খুবই হতাশ।
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট এবারের অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশেও টেইলরকে চলতি মৌসুমে অনুমতি দেয়নি। মেলবোর্ন রেনেগাডর্সের হয়ে খেলার জন্য টেইলর আবেদন করলেও তা খারিজ করে দেওয়া হয় তাদের প্লে-ট্রাভেল রুলের কারণে।
দলের এমন দুটি সিদ্ধান্তে হতাশা ঝড়লেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে মুখিয়ে আছেন টেইলর। গত পাকিস্তান সিরিজে চোখের সমস্যা নিয়েই সিরিজ খেলেন তিনি। যেখানে টেস্টে সেঞ্চুরির দেখাও পান। তবে এরপর তাকে সার্জারি করাতে হয়।
আগামী ১২ জানুয়ারি ওয়েলিংটনে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটি খেলতে নামবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৭
এমএমএস