ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘টেস্টে বাংলাদেশের ফেরার সুযোগ আছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
‘টেস্টে বাংলাদেশের ফেরার সুযোগ আছে’ আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, টেস্টে বাংলাদেশের ফেরার সুযোগ আছে

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সফরকারী বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও টেস্ট সিরিজ দিয়ে নিজেদের ফিরে পাবার যথেষ্ট সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

‘আমাদের ফিরে আসার যথেষ্ট সুযোগ আছে। আমরা সাধারণত সাতটা ব্যাটসম্যান নিয়ে খেলি।

এই সাত ব্যাটসম্যান যদি মোটামুটি গোছেরও খেলতে পারে তাহলে আমরা ৩৫০ রান করে ফেলতে পারবো। আমরা তিন ফাস্ট বোলার ও দুই স্পিনার নিয়ে নামবো, সেক্ষেত্রে জানিনা আমরা স্বাগতিকদের অলআউট করতে পারবো কী না। তবে সেই সম্ভাবনাও আছে যদি আমরা বড় স্কোর করতে পারি। ’ জানান বুলবুল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বাংলানিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কিউইদের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে নিয়ে টাইগারদের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকানো বুলবুল এমন আশাবাদ করেন। টেস্ট ম্যাচে ভুল শোধরানের সুযোগ খুবই কম পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ ভুল শোধরানোর জায়গা না। এখানে সুযোগ কিন্তু একবারই পাওয়া যায়। আমি একটুখানি আশাবাদী এই জন্য যে নিউজিল্যান্ডের কন্ডিশনে দল অনেকদিন খেলছে। যারা ভুল করেছে, তাদের সেটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ’

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারী বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারলেও বিষয়টিকে স্বাভাবিক উল্লেখ করে বুলবুল জানান, ‘দেশের মাটিতে  বাংলাদেশ অনেক ম্যাচ জিতেছে, এরপর বিদেশের মাটিতে হারাটাই স্বাভাবিক। একটা দল মাঝে মাঝে হারবে, হোয়াইটওয়াশ হবে এটাও স্বাভাবিক। কারণ আমরাও অন্যদের এমন করেছি। ’

ম্যাচ খেলা, হার, জিত, হোয়াইটওয়াশ এসব বিষয়কে স্বাভাবিকভাবে দেখলেও নিউজিল্যান্ড সিরিজে কিছু কিছু বিষয় ভীষণ অস্বাভাবিক মনে হয়েছে সাবেক এই টাইগার ওয়ানডে দলপতির কাছে, ‘কেন আমরা ক্যাম্প করতে নিউজিল্যান্ডে না গিয়ে অস্ট্রেলিয়াতে গেলাম? ২১ জন প্লেয়ার নিয়ে যখন একটা ম্যানেজমেন্ট যায়, তখন দলের মধ্যে ভালো পরিবেশ বিরাজ করে না। নির্বাচক কমিটির যে কাজ সেটা তাদেরই করা উচিৎ। আমার মনে হয় আমাদের নির্বাচক কমিটি খুবই ভালো। তারা ভালো কাজই করেছে। কিন্তু হঠাৎ করে ম্যানেজার ও কোচ নির্বাচক কমিটিতে এসে তারা নির্বাচক কমিটির উপর প্রভাব বিস্তার করছে। ’

এরপর বুলবুল যোগ করেন টাইগার কোচ হাথুরুসিংহের দায়িত্ব সম্পর্কে, ‘কোচের প্রধান কাজ কোচিং করানো। তিনি কিন্তু দল নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারেন না। তিনি কিন্তু দলের সর্বেসর্বা না-এটা তার জানা উচিৎ। ’
 
সব শেষে দলের সিনিয়র প্লেয়ারদের দায়িত্ব-কর্তব্য নিয়ে কোচ হাথুরুসিংহের করা মন্তব্যের সমালোচনা করে বুলবুল জানালেন, ‘কিছু হলেই আমরা সিনিয়র প্লেয়ারদের দোষ দেয়া শুরু করেছি, যা রীতিমতো অন্যায়। প্রতিটি দলেই কিছু ট্যালেন্ট ও অভিজ্ঞ প্লেয়ার থাকে। আর এদের সম্মিলিত প্রচেষ্টায় একটি দল চলে সেটাও আমাদের বিবেচনায় থাকা উচিৎ। যখন দল জেতে তখন এই জিনিসগুলো আমরা খেয়াল করি না। হারলেই চোখে পড়ে। শুধু হারের সময়ই নয়, দলের যখন ভালো সময় যায় তখনও এই বিষয়গুলোর প্রতি আলোকপাত করা উচিৎ। ’

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।