ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে বাংলাদেশ সিরিজের কিউই উইকেটরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ইনজুরিতে বাংলাদেশ সিরিজের কিউই উইকেটরক্ষক বিজে ওয়াটলিং/ছবি: সংগৃহীত

হাঁটুর ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে টেস্টে নিউজিল্যান্ডের প্রথম পছন্দের উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। সবশেষ বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্টেই খেলেছিলেন। ঘরের মাটিতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ওয়াটলিংয়ের পূর্ণ ফিটনেসের প্রত্যাশা করছে কিউইরা।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) মেডিক্যাল স্টাফের পরামর্শে বিশ্রামে থাকবেন ৩১ বছর বয়সী ওয়াটলিং। সব ঠিক থাকলে আগামী ২৫ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ড ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।

ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে এখন পর্যন্ত ৪৯ টেস্ট, ২৭ ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়াটলিং। সীমিত ওভারের খেলায় নিয়মিত না হলেও সাদা পোশাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য এ ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই টেস্টে ১২টি ক্যাচ গ্লাভসবন্দি করেছেন ওয়াটলিং। ব্যাট হাতে দুই ম্যাচের দুই ইনিংসে ব্যাটিং করেছেন। তার মধ্যে রয়েছে প্রথম টেস্টে ৪৯ রানের কার্যকরী ইনিংস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের চ্যাপেল-হ্যাডলি হোম সিরিজে দলে রাখা হয়নি ওয়াটলিংকে। এর পরেই প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ (১টি টি-২০, ৫টি ওয়ানডে ও ৩টি টেস্ট) মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।