স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে নেপিয়ারে সমতায় ফেরার বাঁচা-মরার ম্যাচেও ভারপ্রাপ্ত অধিনায়ক ওয়েডের খেলা অনিশ্চিত। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা শুরু হবে।
পিঠের ব্যথায় অস্বস্তি বোধ করায় অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ওডিআই মিস করেন ওয়েড। তার পরিবর্তে অজিদের নেতৃত্বভার ওঠে অ্যারন ফিঞ্চের কাঁধে। সোমবারের (৩০ জানুয়ারি) ম্যাচটিতে পুরো আলোটা নিজের করে নেন ম্যাচসেরা মার্কাস স্টয়নিস।
কিন্তু, ২৮৭ রানের লক্ষ্যে একাই ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ২৭ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। জস হ্যাজেলউডের রানআউটে তিন ওভার বাকি থাকতেই জয় থেকে ৭ রান দূরে থাকতে অলআউট হয় সফরকারীরা।
প্রসঙ্গত, ভারতে টেস্ট সিরিজ সামনে রেখে আগেই বিশ্রাম পায় ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান নিয়নিত অধিনায়ক স্টিভেন স্মিথ। এরই সুবাদে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েডকে ভারপ্রাপ্ত দলপতি হিসেবে বেছে নেয় অজিদের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৭
এমআরএম