সোমবার (৩০ জানুয়ারি) মিরপুর একাডেমিতে আসন্ন ভারত সফরে নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন রাব্বি।
প্রসঙ্গক্রমে, এসময় উঠে আসে কন্ডিশনের কথা।
‘নিউজিল্যান্ডের কন্ডিশন ও ভারতের কন্ডিশন ভিন্ন। তবে এখানকার আবাহাওয়া আমাদের অনুকূলে থাকবে। নিউজিল্যান্ডের কন্ডিশন একেবারেই আমাদের অনুকূলে ছিল না। ওখানে প্রচন্ড ঠান্ডা ও বাতাস ছিল বলে আমাদের খাপ খাওয়াতে কষ্ট হয়েছে। ’
তবে স্বাগতিকদের বিপক্ষে ভালো কিছু করতে শুধু আবাহাওয়ার অনুকূল্যই নয়, ইনজুরিতে থাকা প্লেয়ারদের দলে পাওয়া এবং মাঠে সামর্থ্যের সেরাটুকু দিয়ে খেলারও বিকল্প নেই বলেও বিশ্বাস করেন লাল-সবুজের এই ডান হাতি পেসার।
‘আমাদের প্লেয়ার যারা ইনজুরিতে আছে তারা সবাই যদি সিরিজের আগেই সুস্থ হয়ে যায় তাহলে আমরা ওখানে খুব ভালো পারফর্ম করতে পারবো। কেননা তারা সবাই আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভারতের বিপক্ষে আমরা যখন খেলি তখন খুব একটা পার্থক্য অনুভব করি না কেননা আবহাওয়া প্রায় একই। ’
ভারতের আবাহাওয়া ও মুশফিক, ইমরুল, মুমিনুলের মতো প্লেয়ার ইনজুরি কাটিয়ে দলে ফিরলে ভালো কিছু হবে এমন আশাবাদের পাশাপাশি ভারতের শক্তি নিয়েও রীতিমতো ভাবনায় পড়ে গেছেন রাব্বি। তবে দলের সবাই পারফর্ম করলে জয় পাওয়া কিংবা ড্র করা কঠিন হবে না মত তার, ‘ভারত দল হিসেবে খুবই শক্তিশালী এবং ওদের প্রতিটি প্লেয়ারই কিংবদন্তিতুল্য। আমার যেটা মনে হচ্ছে ভারতের বিপক্ষে খেলাটা খুব একটা সহজ হবে না। তারপরেও আমাদের প্লেয়াররা অনেক বড় বড় রেকর্ডের অধিকারী। তাই আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে ভালো একটা ফলাফল নিয়ে ফিরতে পারবো। ’
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম