এতে এরিয়ান্স ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করার সিন্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে লিটুর ৬০, রিয়াজের ৪৪ ও জাবিরের ৩৮ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে এরিয়ান্স ক্লাব।
জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৯৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব। এতে ৪ উইকেটের জয় পায় দেবহাটার পারুলিয়া স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে তহিদ ৫৮ ও নিলয় ৫০ রান করে। এরিয়ান্স ক্লাব বোলারদের মধ্যে জাবির তিনটি ও তনু দু’টি উইকেট লাভ করেন।
পারুলিয়ার তহিদ ৫৮ রান ও দুটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন।
ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার আরিফুল ইসলাম বাপ্পি ও আসিফ কবির হিরোন। স্কোরার ছিলেন আখেরুজ্জামান। ধারাভাষ্যে ছিলেন আরজে আসাদ।
বুধবার (১ ফেব্রুয়ারি) একই মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুন্সিপাড়া যুব সংঘের মুখোমুখি হবে টাউন স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৭
এমআরএম