চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েন শুকতারা। জায়গা হয়নি বিশ্বকাপ বাছাইপর্বের দলেও।
পর পর দুটি আসরে শুকতারা দলের বাইরে থাকলেও বাতিলের খাতায় ফেলা হয়নি বলে জানালেন আতহার, ‘আমরা কোচের সঙ্গে কথা বলেছি। এই টিমে সে নেই, তবে ভবিষ্যতে সে থাকতে পারে। সে এখনো আমাদের আলোচনায় আছে। তবে দলে ঢুকতে হলে তাকে আরো ভালো কিছু প্রমাণ করে আসতে হবে। ’
আগামী ৭-২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ২০১৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে অংশ নিতে রুমানা-জাহানারা-সালমারা দেশ ছাড়বে ৩ ফেব্রুয়ারি।
প্রতিটি দল গ্রুপের সবার সঙ্গে একবার করে খেলার সুযোগ পাবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স। যেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। সেরা ৪ দল পাবে ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলবে বিশ্বকাপ।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম