ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতেও আসছে ডিআরএস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
টি-টোয়েন্টিতেও আসছে ডিআরএস ছবি: সংগৃহীত

দুবাইতে অনুষ্ঠিত তিনদিন ব্যাপি আইসিসি এক্সিকিউটিভ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) টেস্ট এবং ওয়ানডে বিশ্বকাপে ব্যবহৃত হবে। পাশাপাশি প্রথমবারের মতো এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যবহৃত হতে যাচ্ছে ডিআরএস। আইসিসির বোর্ড সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও ব্যবহৃত হবে ডিআরএস। আগামী মে মাসেই এর বাকি কাজগুলো করবে এই কমিটি।

এছাড়া, আইসিসির প্রস্তাবে জানানো হয়েছে, ইংল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসরেও থাকবে ডিআরএস।

যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস ব্যবহৃত হবে। টি-টোয়েন্টিতে একটি করে রিভিউ নেওয়ার সুযোগ পাবে প্রতিটি দল। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটেও এর ব্যবহারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাহী কমিটির সভায়। তবে এর প্রয়োগের চূড়ান্ত ও বিস্তারিত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে আইসিসির ক্রিকেট কমিটি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।