ঐতিহাসিক এই টেস্টে দলের সঙ্গে থাকতে না পেরে কিছুটা বিমর্ষ লাল-সবুজের অদম্য এই পেসার। বললেন, সিরিজটিকে তিনি মিস করছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর একাডেমি মাঠে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন শহীদ, ‘ভারত সিরিজে খেলতে পারছি না, তাই খারাপ লাগছে। খারাপ লাগার কথাও। সফর মিস করলে সব ক্রিকেটারের খারাপ লাগে। কেননা সুস্থ থাকলে আমি স্কোয়াডে থাকতাম এবং খেলতামও। মিস করছি সবাইকে। ’
গত বছরের ২৬ নভেম্বর বিপিএলের চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই টাইগার পেসার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান। ফলে ছিটকে যান নিউজিল্যান্ড সফর থেকে, যা তাকে ভারতের বিপক্ষে এই সিরিজেও ছিটকে দিয়েছে। ইনজুরি গুরুতর হওয়ায় এখন তাকে শরণাপন্ন হতে হচ্ছে অস্ত্রোপচারের। অস্ট্রেলিয়ার শল্য চিকিৎসক ডেভিড ইয়াং তার অস্ত্রপচার করবেন। সেই লক্ষ্যে এ সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানালেন শহীদ।
তিনি জানান, ‘অস্ট্রেলিয়ার যাবার প্রস্তুতি শেষের দিকে। ভিসা হয়ে গেছে। এ সপ্তাহ না হলে আগামী সপ্তাহের প্রথম দিকে যাব। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, হাঁটা-চলা করতে সমস্যা হয় না। রানিংও করতে পারি। অপারেশন হলে পুরোপুরি সুস্থ হতে দুই-তিন মাস লগবে। ’
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি সফরকারী বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট আটটি ম্যাচ খেলে সবকটিতেই তাদের হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তবে ভারতের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছেন ডানহাতি পেসার শহীদ।
তিনি যোগ করেন, ‘এশিয়ার উইকেট, আমার মনে হয় এই উইকেটে আমাদের যেমন সম্ভাবনা আছে তেমনি আছে ওদেরও। আমাদের পেসাররা নিউজিল্যান্ডে ভালো করেছে। তাই আশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ হবে। ’
শহীদ আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ডের উইকেট ছিল বাউন্সি। কিন্তু আমরা ফ্ল্যাট উইকেটে বল করি। আমার মনে হয় দু’দেশের পেসারদের জন্যই সুযোগটা সমান সমান থাকবে। তবে পেসারদের চেয়ে স্পিনারদের কাজটি বেশি গুরুত্বপূর্ণ হবে। ’
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি