শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ডের নতুন একটি ক্লাবই খুলে ফেললেন কোহলি।
এর আগে গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ম্যাচে তাদেরই মাটিতে ২০০ রান করে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি উদযাপন করেন কোহলি।
হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিন শেষে কোহলি অপরাজিত ছিলেন ১১১ রানে। এটি ছিল তার ক্যারিয়ারের ষোড়শ টেস্ট সেঞ্চুরি। আর অধিনায়ক হিসেবে নবমবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তাইজুল ইসলামের বলে কাট করতে গিয়ে ডাবল সেঞ্চুরিয়ান কোহলি এলবির ফাঁদে পড়েন। বল কিছুটা নিচু হয়ে কোহলির প্যাডে আঘাত করে। সাজঘরে ফেরার আগে ২৪৬ বলে ২৪ চারে কোহলি তার ইনিংসটি সাজান।
ভারতীয় এই ব্যাটিং সেনসেশন তার খেলা সব দলের বিপক্ষেই টেস্ট সেঞ্চুরি করেছেন। তবে, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে এখনো কোনো টেস্ট খেলা হয়নি কোহলির।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি