ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

ক্রিকেট

টেস্ট দলে নিশাম-প্যাটেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, মার্চ ৩, ২০১৭
টেস্ট দলে নিশাম-প্যাটেল ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম ও স্পিনার জিতেন প্যাটেল। আগামী ৮ মার্চ ডুনেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে।

গত বছর ভারত সফরে টেস্ট খেললেও ঘরোয়া মৌসুমে কলিন ডি গ্র্যান্ডহোমের কাছে নিজের জায়গা ছেড়ে দিতে হয় নিশামকে। সেই ভারত সিরিজেই চার বছর পর টেস্টে ফিরেছিলেন স্পিনার প্যাটেল।

তবে এই সিরিজে আবারও দলে রয়েছেন তিনি।

ঘরের মাঠে গত বাংলাদেশ সফরে থাকা ম্যাট হেনরি ও ডিন ব্রাউনলি এই সিরিজ থেকে বাদ পড়েছেন।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, জেমস নিশাম, হেনরি নিকোলস, জিতেন প্যাটেল, জিৎ রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।