নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান ঘটে শ্রীলঙ্কার। জিতে নেয় ১৯৯৬ ওয়ার্ল্ডকাপ।
সম্প্রতি হাতুরুসিংহের অধীনে জায়ান্ট দলে পরিণত বাংলাদেশ। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, ২০১৬ এশিয়া কাপ ও ২০১৫ বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরম্যান্স উল্লেখযোগ্য। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা।
শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে ব্যস্ত সময় পার করছেন মুশফিক-সাকিব-তামিমরা। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানান হাতুরুসিংহে, ‘২০১৯ সালে আমি বাংলাদেশকে এমন পর্যায়ে নিতে চায় শ্রীলঙ্কা ১৯৯৬ সালে যেখানে ছিল। এটাই আমার লক্ষ্য। ’
‘যাই হোক না কেন, আমি বাংলাদেশের সঙ্গে চিরকাল থাকবো না। আমি পদত্যাগও করবো না। সরে দাঁড়ানোর একটাই কারণ হবে যদি আমি যা করতে চাই তা করতে দেওয়া না হয়। কিন্তু, বর্তমানে এ ধরনের কোনো পরিস্থিতি নেই। ’-যোগ করেন হাতুরুসিংহে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৭
এমআরএম