ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিনভর নাটকের পর ওয়ানডে দলে মাহমুদুল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
দিনভর নাটকের পর ওয়ানডে দলে মাহমুদুল্লাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (১৩ মার্চ) ১৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়। দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে না থাকলেও দিনভর নাটকের পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রিয়াদ। ঘরোয়া ক্রিকেটের ইনিংসে ৯ উইকেট নিয়ে প্রথম বিভাগের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়া নতুন মুখ বাঁহাতি স্পিনার সাঞ্জামুল ইসলাম লঙ্কা মিশনে উড়াল দেবেন।

১৬ সদস্যের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায়, শুভাগত হোম, সাঞ্জামুল ইসলাম, নুরুল হাসান।

কলম্বোর পি সারা ওভালে ১৫-১৯ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের মোকাবেলা করবে সফরকারী বাংলাদেশ। এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।

তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি অনুষ্ঠিত হবে ২৫ মার্চ, ডাম্বুলায়। একই ভেন্যুতে ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগারর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১ এপ্রিল লঙ্কানদের বিপক্ষে লড়বে টাইগাররা। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৭
এমআরপি/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।