ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের ৯০ রানের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের ৯০ রানের লিড দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের ৯০ রানের লিড/ছবি: সংগৃহীত

সাকিব-মোসাদ্দেকের ১৩১ রানের জুটিতে ৯০ রানের লিড নিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পার করলো বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকিয়ে দলের শততম টেস্ট স্মরণীয় করে রাখেন সাকিব আল হাসান। অর্ধশতক করেছেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৩৮ পেরিয়ে বড় লিডে চোখ রাখছে টাইগাররা।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫৯ বল মোকাবেলায় ১১৬ রানের ঝলমলে ইনিংস উপহার দেন সাকিব। তাতে ছিল ১০টি চারের মার।

১১৪তম ওভারে সুরাঙ্গা লাকমলের বলে মিডঅনে লক্ষণ সান্দাকানের তালুবন্দি হন। সাকিবের বিদায়ে ৪২১ রানে সপ্তম উইকেট হারায় টাইগাররা।

এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ‍১১৬ ওভার শেষে ‍সাত উইকেটে ৪২৮। মোসাদ্দেক ৫৫ ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে ব্যাট করছেন।

সাকিব-মুশফিকের ব্যাটে আগের দিনের শেষ বিকেলে তিন উইকেটের হতাশা ভুলে ঘুরে দাঁড়ায় টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে দু’জনের ৯২ রানের পার্টনারশিপ লিড নেওয়ার ভিত গড়ে দেয়। দলীয় ২৯০ রানে সুরাঙ্গা লাকমলের বলে বোল্ড হওয়ার আগে মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৫২।

৭ বলে তিনটি উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষটা ছিল বিষাদময়। বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৯২ থেকে হয়ে যায় ৫ উইকেটে ২১৪ (৬০ ওভার)। উইকেটে থিতু হয়েও ৫৭তম ওভারে লক্ষণ সান্দাকানের করা চতুর্থ বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস (৩৪)।

পরের বলেই ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা তাইজুল ইসলামকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার সান্দাকান। পেসার সুরাঙ্গা লাকবলের করা পরের ওভারের চতুর্থ বলে ধনাঞ্জয়া ডি সিলভার কাছে ক্যাচ দিয়ে সবাইকে হতাশ করেন সাব্বির রহমান (৪২)। ১৯৮ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে।

তার ওপর দলের এমন পরিস্থিতির মুখে টি-২০ মেজাজে ব্যাট চালান সাকিব আল হাসান। ৮ বলে ১৮ রান করার পথে ভাগ্যগুনে দু’বার আউট হতে হতে বেঁচে গেছেন! ৭ বলে ২ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিক।

ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে কী ভালো শুরুটাই না এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন তামিম। টানা তিন ইনিংসে ফিফটি হাঁকিয়ে ফেরেন সৌম্য (৬১)। সৌম্য-ইমরুল মিলে ৩৫ ও ইমরুল-সাব্বিরের পার্টনারশিপে আসে ৬২।

তিনটি উইকেট নেন সান্দাকান। একটি করে রঙ্গনা হেরাথ ও লাকমল।

এর আগে দিনেশ চান্দিমালের ১৩৮ রানের দায়িত্বশীল ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রান করে স্বাগতিকরা। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। শেষ তিন উইকেটে আসে ১৪৩। ধনাঞ্জয়া সিলভা ও নিরোশান ডিকওয়েলা দু’জনই ৩৪ রান করেন। শেষদিকে লঙ্কান দলপতি হেরাথ ২৫ ও লাকমল ৩৫ রানের কার্যকরী ইনিংস উপহার দেন।

মেহেদী হাসান মিরাজ তিনটি ও দু’টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়, সাকিব আল হাসান। বাকি উইকেটটি তাইজুল ইসলামের।

ঐতিহাসিক টেস্ট দিয়ে দুই ম্যাচ সিরিজে সমতায় ফিরতে চোখ রাখছে টিম বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় গল টেস্টে (৭-১১ মার্চ) ২৫৯ রানে হার মানতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।