আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই নিজের সেই সেরা ফর্মটাকে ফিরিয়ে আনতে চান বাংলাদেশের লিটল মাস্টার। জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে আবারও দেশের সেই আশার ফুল হতে চান।
দীর্ঘ চার বছর পর আবারও ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ফিরছেন আশরাফুল। উন্মুক্ত দলবদলে এবার কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে নাম নিবন্ধন করেছেন তিনি।
দলবদলের প্রথম দিন আশরাফুল নাম নিবন্ধন শেষে আড্ডার এক ফাঁকে কথা বলেন বাংলানিউজের প্রতিবেদকের সঙ্গে। এসময় তিনি তার আকাঙ্খা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন। প্রত্যাশাতো থাকবেই। স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর থেকে জীবনটাই তছনছ হয়ে যায় তার। মনের ভেতর আশা-প্রত্যাশার পাহাড়সম পুঁজি নিয়েই ফিরছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগকেই (ডিপিএল) জাতীয় দলে ঢোকার মোক্ষম পন্থা মনে করছেন তিনি, ‘ঘরোয়া লিগ সব ক্রিকেটারের জন্য বড় একটা মঞ্চ। এখানে যারা ভালো করে তারাই কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পায়, ভালো খেলে। বাংলাদেশ দল ভালো খেলার পেছনে ঘরোয়া লিগের অবদান অনেক। এখন কঠিন প্রতিযোগিতা হয়। বিদেশি বড় বড় খেলোয়াড়রাও এখানে হোঁচট খান। জাতীয় লিগে খুব একটা খেলার সুযোগ পাওয়া যায়নি। এবার সে সুযোগ পেতে পারি। ’
এবার কলাবাগানে আশরাফুল দারুণ ফর্মে থাকা তুষার ইমরানকে পাচ্ছেন। নাবিল সামাদ ও আবুল হাসান রাজুদের মতো অভিজ্ঞদের পাশে পাচ্ছেন। সঙ্গে পিনাক ঘোষ, মুক্তার আলী, তাসামুল হকদের মতো ভালো তরুণ খেলোয়াড়দেরও পাচ্ছেন।
এর মধ্য দিয়েই জ্বলে উঠতে হবে তাকে। ফিরতে হবে সেরা ফর্মে। সেই তাগিদটাও মনে করছেন আশরাফুল, ‘চার বছর আগে যে প্রিমিয়ার লিগ খেলেছিলাম, যতগুলো ম্যাচ খেলেছি, আমার ক্লাব প্রাইম ব্যাংক ছিল এক নম্বরে। শেষের কয়েকটা ম্যাচ খেলতে পারিনি। ওই সময়টাকে খুব মিস করেছি। ’
গত বছর অাগস্ট মাসে নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ার পর জাতীয় লিগ দিয়ে শুরু করেন তিনি। বৃষ্টির কারণে দুটি ম্যাচ বাতিল হয়েছে। সেভাবে জ্বলেও উঠতে পারেননি। তারপর লম্বা একটা বিরতি গিয়েছে। তবে এবার ডিপিএলে কোনও ছাড় দিতে নারাজ এই ব্যাটসম্যান, ‘এবার আশা করবো প্রথম পর্বের ১১টা ম্যাচ খেলার সুযোগ পাব। সুপার লিগে যেতে পারলে আরও পাঁচটা। ব্যক্তিগতভাবে ভালো করতে চাই, টিম হিসেবেও ভালো করতে চাই। যত বেশি খেলতে পারবো ততই ভালো ভালো ইনিংস উপহার দিতে পারবো। এতদিন পর ফেরা অন্যরকম একটা অনুভূতি। ’
এর মাঝে জাতীয় লিগে খেলেছেন। খেলেছেন অপেশাদার লিগ। তাছাড়া ক্রিকেট পাগল তিনি ‘খেপ’ খেলেও নিজেকে খেলার মধ্যেই রেখেছেন। এখন এই ডিপিএলই নির্ধারণ করবে আশরাফুলের ভবিষ্যত। যদিও অনেক কিছুই হিসেবের খাতায় যোগ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি