ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় দিন শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ খবর নিশ্চিত হয়। এদিকে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল।
তবে জাতীয় দলের ক্রিকেটাররা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করায় পুলের বড় অংশের প্লেয়াররা এখনও পর্যন্ত নিজ নিজ দলে নিবন্ধন করতে পারেননি। নিবন্ধন উন্মুক্ত থাকায় দেশে ফিরে তারাও নেমে পড়বেন ২০১৬-১৭ মৌসুমের দল বদলের নিবন্ধনে।
আসুন দেখে নেই এই মৌসুমের প্রিমিয়ার লিগে কে কোন দলে খেলছেন।
লিজেন্ডস অব রূপগঞ্জ: মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মো: নাইম ইসলাম, মো: শরিফ, পিনাক ঘোষ, হাসানু্জ্জামান, খন্দকার মো: সায়েম, মো: মাহমুদুল হাসান, দেওয়ান সাব্বির আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, হামিদুল ইসলাম, আসিক হাসান ও এজাজ আহমেদ।
আবাহনী লিমিটেড: তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, সানজামুল ইসলাম, শুভাগত হোম, কাজী অনিক ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম অনিক, মো: মিঠুন ও মো: ফুরকান।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, তানবির হায়দার, হুমায়ুন কবির, জিয়াউর রহমান, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান, রাজিন সালেহ, মেহেদি ইসলাম, ফজলে রাব্বি মাহমুদ, কে এস শাকিল, মাহমুদুল হক সেতু, মো: ইলিয়াস।
গাজী গ্রুপ ক্রিকেটার্স: মুমিনুল হক, নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিনন বাবু, মো: জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি ও মহিউদ্দিন বেলাল।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেন, সালমান হোসেইন ইমন, জাকির হোসেন, মো: নাহিদুল ইসলাম, আরিফুল হক, মো: আল আমিন ও আসিফ আহমদ রাতুল।
প্রাইম দোলেশ্বর: শাহরিয়ার নাফিস, শেখ ওয়ালিউল করিম (রনি), হাবিবুর রহমান জনি, এনামুল হক, শহিদুল ইসলাম, মো: শরিফুল্লাহ, মো: দেলোয়ার হোসেন, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, মো: মানিক খান, মো: সাজ্জাদ হোসেন, সাইদ সরকার, আব্দুল মজিদ, সৈয়দ খালেদ আহমেদ।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, যুবায়ের হোসন লিখন, ইবাদত হোসেন, রকিবুল হাসান, অমিত কুমার নয়ন, অভিষেক মিত্র, মো: আজিম, সাজেদুল ইসলাম, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, আবিদ হোসেন ও আব্দুর রহমান রনি।
কলাবাগান ক্রীড়াচক্র: মো: আশরাফুল, সাইফুল ইসলাম, আবুল হাসান রাজু, নাবিল সামাদ চৌধুরী, আলী আহম্মদ মানিক, মুক্তার আলী, তুষার ইমরান, নুরুজ্জামান, সঞ্জিত শাহা দ্বীপ, জয়রাজ শেখ ইমন ও সালেহ আহমেদ শাওন।
ব্রাদার্স ইউনিয়ন: আব্দুল হালিম, মইনউদ্দিন রুবেল, মাসুম আহমেদ, ওয়াহিদুল আলম, কাজী কামরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আনজুম আহমেদ, নাইম হাসান, মায়াশুকুর রহমান, নিহাদ উজ জামান, শেখ রবিউল ইসলাম, মো: মিজানুর রহমান, ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিক, ধীমান ঘোষ, অলোক কপালি ও তাপস ঘোষ।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: নাসিরউদ্দিন ফারুক, ইসলামুল আহসান, সালেহিন রিফাত সাদ, আশিকুজ্জামান, মইনুল ইসলাম সোহেল, মনির হোসেন খান, মোহাইমিনুল খান, আবু সায়েম চৌধুরী, রুবেল মিয়া, উত্তম কুমার সরকার, শফিউল হায়াত হৃদয়, আ: রাজ্জাক রাজিব, মো: তৌহিদুল ইসলাম রাসেল ও মো: আরাফাত সানি।
পারটেক্স স্পোর্টিং ক্লাব: জুপিটার ঘোষ, মো: সাহানুর রহমান, জাকারিয়া মাসুদ, ইমরুল করিম, সাজ্জাদুল হক রিপন, গোলাম কবির সোহেল, জনি তালুকদার, রাকিন আহমেদ, জুবায়ের আহমেদ, হাফিজ আল হাসান, মো মামুন হোসেন, ইরফার শুক্কুর, বিশ্বনাথ হালদার।
খেলাঘর সমাজ কল্যান সমিতি: মোশাররফ হোসেন রুবেল, নাফিস ইকবাল, আরিফুর জামান সাগর, রেজাউল করিম রাজিব, রবিউল ইসলাম রবি, সাইফউদ্দিন পাপ্পু, আরিফুল ইসলাম জনি, রাফসান আল মাহমুদ, মেহরাব হোসেন জোসি, ডলার মাহমুদ, আহমেদ সাদেকুর রহমান, অমিত মজুমদার, মো: মইন খান, নাজমুস সাদাত ও নাজিম উদ্দিন।
আগামী ৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিকেএসপির দুটি ভেন্যুসহ ফতুল্লায় হবে সবগুলো খেলা। এদিকে, মে-জুনে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের বাইরে থাকবেন। ক্রিকেটারদের ঘাটতি পোষাতে প্রতি দলে তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো।
এদিকে এখনও পর্যন্ত পুলের প্লেয়ার নিশ্চিত করেনি প্রাইম দোলেশ্বর, কলাবাগান ক্রীড়া চক্র, পারটেক্স স্পোর্টিং ও ব্রাদার্স ইউনিয়ন।
পুলে থাকা ১৯ ক্রিকেটারের সবাই পাচ্ছেন ৩০ লাখ টাকার বেশি। তবে এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জানা গেছে ৬০ লাখ টাকায় গত মৌসুমে শেখ জামালের হয়ে খেলা এই টাইগার মিডলঅর্ডার যোগ দিয়েছেন আবাহনীতে।
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৭
এইচএল/এমআরপি