৪৯ টেস্টে টনি লকের উইকেট সংখ্যা ছিল ১৭৪টি। সমান সংখ্যক টেস্টে সাকিবের মোট উইকেট এখন ১৭৬টি।
সাকিব যখন কলম্বো টেস্ট শুরু করেন তখন তার উইকেট সংখ্যা ছিল ১৭০টি। প্রথম ইনিংসে দুই উইকেট তুলে নেয়ার পর, দ্বিতীয় ইনিংসে থলিতে পুড়েন আরও চারটি উইকেট। পঞ্চম দিনের প্রথম সেশনে সুরঙ্গা লাকমলকে ব্যক্তিগত ৪২ রানে ফিরিয়ে দিয়ে ১৭৬ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন সাকিব।
২৬৬ উইকেট নিয়ে সেরা বাঁহাতি স্পিনারদের তালিকায় চারে ভারতের বিষেন সিংহ বেদি, ২৯৭ উইকেট নিয়ে তিনে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড, ৩৬২ উইকেট নিয়ে দুইয়ে কিউই স্পিনার ডেনিয়েল ভেটোরি।
আর ৩৭০ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন লঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি