হাতে পতাকা ও গায়ে রঙ মেখে বাংলাদেশ! বাংলাদেশ! ধ্বনিতে কাঁপিয়ে তুললো হোম অব ক্রিকেট, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়মের পুরো চত্বর। কারও হাতে বাঁশি আবার কারও হাতে রঙ।
টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ের উল্লাসে সামিল হতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারাও। মাইলফলক স্পর্শকারী এই জয় নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিসিবি’র গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বললেন, ‘শততম টেস্ট ম্যাচে জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটি অর্জন। আমরা অনেক দিন যাবৎ ক্রিকেট খেলছি। কিন্তু শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে আমাদের এই জয়টিকে আমি অনন্য জয়ের তালিকায় রাখছি। ’
বাতেন যোগ করেন, ‘আমরা যারা বোর্ডে চাকুরি করি তাদের সবারই দলের জন্য অবদান আছে। গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে বোর্ডের উচ্চ পর্যায়ের টেবিলের সবাই দিনের পর দিন দলের জন্য কাজ করেছে। জয়টি আমাদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি। আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। ’
উল্লেখ্য, শততম ও দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে সফরকারী বাংলাদেশ। এটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি