ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এগিয়ে থেকে দিন শেষ করলো অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এগিয়ে থেকে দিন শেষ করলো অজিরা ছবি:সংগৃহীত

ধর্মশালায় সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে খেলা জমে উঠেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩০০ রানের জবাবে ভারত নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান করেছে। এখনও স্বাগতিকরা ৫২ রানে পিছিয়ে আছে।

প্রথম দিনের শেষে মাত্র এক ওভার ব্যাটিং করার সুযোগ পায় ভারত। সেই ওভারে কোনো রান নিতে পারেনি।

ফলে এদিনই মূলত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে। ব্যাটিংয়ে নেমে অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বিরাট কোহলির ইনজুরির কারণে আজিঙ্কে রাহানের নেতৃত্বে ভারত।

ওপেনার লোকেশ রাহুল চলমান সিরিজে পঞ্চম হাফসেঞ্চুরি তুলে আউট হন (৬০)। ধারাবাহিকভাবে ভালো খেলা চেতশ্বর পুজারা ৫৭ রানে বিদায় নেন। অধিনায়ক রাহানের ব্যাট থেকে আসে ৪৬ রান। আর দিন শেষে ঋদ্ধিমান শাহ (১০) ও রবিন্দ্র জাদেজা (১৬) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

অজি বোলারদের মধ্যে স্পিনার নাথান লায়ন নেন সর্বোচ্চ চার উইকেট। পেসার জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।